মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের হঠকারী সিদ্ধান্তে সন্ত্রাসীরা সুবিধা পাচ্ছে: ল্যাভরভ
(last modified Sat, 30 Jun 2018 11:10:36 GMT )
জুন ৩০, ২০১৮ ১৭:১০ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের হঠকারী সিদ্ধান্তে সন্ত্রাসীরা সুবিধা পাচ্ছে: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় পাশ্চাত্যের হস্তক্ষেপমূলক নীতির মাধ্যমে এসব অঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীগুলো সুবিধা পাচ্ছে।

গতকাল (শুক্রবার) ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশন চ্যানেলকে দেয়াকে এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, গত কয়েক দশক ধরে পাশ্চাত্যের হঠকারী সিদ্ধান্তের ফলে আফগানিস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদা, ইরাকে দায়েশ এবং সিরিয়ায় জাবহাত আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সৃষ্টি হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 

পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরো বলেন, জাবহাত আল নুসরা সিরিয়ার আরেকটি নিকৃষ্ট সংগঠন। তাদের নাম পরিবর্তন হলেও এখনো এটি সন্ত্রাসী সংগঠন। তিনি বলেন, সভ্য জাতি হিসেবে খ্যাত পাশ্চাত্যের দেশগুলো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাকে সন্ত্রাসীমুক্ত করার যে চেষ্টা করে যাচ্ছে তাতে সন্ত্রাসীরা মুলত উপকৃত হচ্ছে। সিরিয়া থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ল্যাভরভকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, মস্কো এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নি এবং সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে।

তিনি বলেন, "আমরা কোনো কৃত্রিম সময়সীমা বেধে দিতে চাই না। তবে সিরিয়ায় ক্রমান্বয়ে আমাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনছি। সর্বশেষ গত সপ্তাহে কিছু বিমান এবং সামরিক সরঞ্জামসহ ১,০০০ জনের বেশি সেনা রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে। সব সেনাদের ফিরিয়ে নেয়ার বিষয়টি যুদ্ধ ক্ষেত্রের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করছে।"

শীর্ষস্থানীয় এ রুশ কূটনীতিক আরো বলেন, সিরিয়ার সেনাদের সাথে নিয়ে মস্কো তাকফিরি দায়েশের কথিত খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০

 

ট্যাগ