ট্রাম্পের অভিবাসন নীতি প্রত্যাখ্যান করে আমেরিকায় বিক্ষোভ
(last modified Sun, 01 Jul 2018 12:05:25 GMT )
জুলাই ০১, ২০১৮ ১৮:০৫ Asia/Dhaka
  • মার্কিন জনগণের বিক্ষোভ
    মার্কিন জনগণের বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি প্রত্যাখ্যান করে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাজধানী ওয়াশিংটন ডি.সি., আটলান্টা ও সেন্ট লুইসসহ দেশটির বিভিন্ন শহরের মানুষ শনিবারের বিক্ষোভে অংশ নিয়েছেন।

তারা বলেছেন, মেক্সিকো সীমান্তে পরিবারের কাছ থেকে যেসব শিশুকে বিচ্ছিন্ন করা হয়েছে, অবিলম্বে তাদেরকে পরিবারের কাছে ফেরত দিতে হবে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের পাশে লাফায়েত স্কয়ার পার্কে সমবেত জনতা অভিবাসন নীতি বাতিলের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।  

ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষক বলেছেন, ট্রাম্প বর্ণবাদী নীতি গ্রহণ করেছে। এর প্রতিবাদে সবাইকে এগিয়ে আসতে হবে। ভালো মানুষেরা প্রতিবাদে না আসলে, খারাপের জয় হবে বলে তিনি মন্তব্য করেন। 

ট্রাম্প অভিবাসন নীতির পক্ষে তিনি টুইটারে লিখেছেন, অবৈধভাবে কেউ আমেরিকায় প্রবেশ করলে তাদেরকে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো উচিত। আইনি জটিলতায় সময় পার করার কোনো মানে হয় না। অবশ্যই দ্রুত ফেরত পাঠানো দরকার।

অবৈধভাবে আমেরিকায় প্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পর হাজার হাজার অভিবাসী শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে। আর এরপর থেকেই বিশ্বব্যাপী ওই নীতির সমালোচনা হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১

ট্যাগ