১৫ ঘণ্টার বৃষ্টিতে ১৫ জন নিহত
(last modified Thu, 05 Jul 2018 11:51:50 GMT )
জুলাই ০৫, ২০১৮ ১৭:৫১ Asia/Dhaka
  • বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে মানুষ
    বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে মানুষ

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর প্রদেশে গত দুই দিনের প্রবল বৃষ্টিতে অন্তত ১৫ জন নিহত ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৭৫ জন আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টানা ১৫ ঘণ্টার বৃষ্টিতে শহরের বহু আবাসিক ও বাণিজ্যিক এলাকা এবং রাস্তা, হাসপাতাল, মার্কেট, কবরস্থান এবং সরকারি পার্কসহ বেশিরভাগ এলাকা প্লাবিত হয়। কোনো কোনো বাড়িতে তিন ফুটের বেশি পানি উঠে যাওয়ায় লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে।

প্রবল বৃষ্টিতে ডুবে গেছে লাহোরের রাস্তা

হাজার হাজার ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে এবং নৌকা নিয়ে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়। এছাড়া, লাহোর বিমানবন্দরের বহুসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়।  

প্রবল বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং লাহোরে তিনশ’র বেশি দুর্ঘটনার কথা রেকর্ড করা হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের বৃষ্টি আরো হবে এবং এতে রাভি নদী ও আশপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে। এছাড়া, রাওয়ালপিন্ডি শহরের কিছু কিছু বন্যাকবলিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫

ট্যাগ