সংখ্যালঘু অধিকারের বিষয়টি ইরানের কাছ থেকে শেখা উচিত: পাশ্চাত্যকে ইরান
(last modified Fri, 20 Jul 2018 14:25:27 GMT )
জুলাই ২০, ২০১৮ ২০:২৫ Asia/Dhaka
  • মুহাম্মাদ হাসান ফেদায়িফার্দ
    মুহাম্মাদ হাসান ফেদায়িফার্দ

ইরানে ধর্মীয় স্বাধীনতা ইউরোপের চেয়ে বেশি রয়েছে। স্পেনে ইরানি রাষ্ট্রদূত মুহাম্মাদ হাসান ফেদায়িফার্দ এ মন্তব্য করেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,স্প্যানিশ দৈনিক এক্সপানশানকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি এই কূটনীতিক আরও বলেন, ইরানে অন্তত ৬ লাখ খ্রিষ্টান, ইহুদি ও জরথ্রুস্ট বাস করে।

তিনি বলেন, ইরানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার অন্যদের মতোই সমান। সংসদেও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব রয়েছে যা ইউরোপের কোনো দেশে নেই।

ইরান ও পাশ্চাত্যের মধ্যে সংস্কৃতি ও মূল্যবোধগত পার্থক্য তুলে ধরতে গিয়ে হাসান ফেদায়িফার্দ বলেন, পশ্চিমারা যে ইরানে তাদের মূল্যবোধ বাস্তবায়নের কথা ভাবে, তাদের সেই ভাবনা সম্পূর্ণ ভুল এবং অবাস্তব।

৮ কোটি মানুষের দেশ ইরানের কেবল সংস্কৃতিই নয় বরং সমাজনীতিও ইসলামের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে ইরানি এই কূটনীতিক মন্তব্য করেন।

ইরানের বিকৃত চেহারা তুলে ধরার কারণে পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে ফেদায়িফার্দ বলেন, ভিনদেশি নাগরিকরা ইরান সফরে গেলে অবাক হয়ে যায়।পশ্চিমা মিডিয়ার প্রচারণার কারণে ইরান সম্পর্কে যেরকম ধারনা তারা করতো, ইরানে গিয়ে বাস্তব অবস্থা দেখে তারা মারাত্মকভাবে হোঁচট খায়।

ফেদায়িফার্দ বলেন, বছরে হাজার হাজার বিদেশি ইরান সফর করে। বিদেশি ভ্রমণকারীরা ইরানিদের আতিথেয়তার প্রশংসা করে নির্দ্বিধায়।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন।

 

ট্যাগ