রাশিয়ার দোরগোড়ায় ন্যাটোর সামরিক মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i60525-রাশিয়ার_দোরগোড়ায়_ন্যাটোর_সামরিক_মহড়া_শুরু
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের হাজার হাজার সেনা রাশিয়ার সীমান্তবর্তী জর্জিয়ায় মহড়া শুরু করেছে। রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সম্পর্কে অচলাবস্থা বিদ্যমান থাকার মধ্যেই এ মহড়া শুরু হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০১৮ ১৬:০০ Asia/Dhaka
  • জর্জিয়ায় ন্যাটো সেনাদের মহড়া (গতকালের ছবি)
    জর্জিয়ায় ন্যাটো সেনাদের মহড়া (গতকালের ছবি)

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের হাজার হাজার সেনা রাশিয়ার সীমান্তবর্তী জর্জিয়ায় মহড়া শুরু করেছে। রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সম্পর্কে অচলাবস্থা বিদ্যমান থাকার মধ্যেই এ মহড়া শুরু হলো।

গতকাল (বুধবার) থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসির কাছে দু সপ্তাহের এ মহড়া শুরু হয়। এতে ১৩টি দেশের তিন হাজারের বেশি সেনা যোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে আমেরিকা, ফ্রান্স, জার্মানি ব্রিটেন এবং তুরস্ক।

ন্যাটো সেনাদের মহড়া (গতকালের ছবি)

জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “সামরিক মহড়ায় তাজা গুলি ব্যবহার এবং যুদ্ধের বাস্তব চিত্র তৈরি করা হবে। মহড়ায় অংশ নেয়া সেনারা আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক অভিযান চালাবে।”

মন্ত্রণালয় আরো বলেছে, মহড়ার মধ্যদিয়ে একথা পরিষ্কার হচ্ছে যে, জর্জিয়ার প্রতি ন্যাটো সামরিক জোটের সমর্থণ রয়েছে এবং এ জোট জর্জিয়ার সামরিক মিত্র।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের ১০ম বার্ষিকীর মাত্র কয়েকদিন আগে জর্জিয়া এ মহড়া শুরু করল। দেশটি এ নিয়ে চারবার ন্যাটো জোটের মহড়ার স্বাগতিক দেশ হলো। ২০০৮ সালের আগস্ট মাসে দক্ষিণ ওশেটিয়া নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ও জর্জিয়া।#

পার্সটুডে/এসআইবি/২