আফগান শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে: রাশিয়া
(last modified Tue, 28 Aug 2018 05:46:01 GMT )
আগস্ট ২৮, ২০১৮ ১১:৪৬ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়া জানিয়েছে, আফগাানিস্তান নিয়ে আন্তর্জাতিক শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলল। আগামী সপ্তাহে আফগানিস্তান ইস্যুতে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য মস্কো এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছিল এবং ১২টি দেশকে আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণা জানিয়েছিল। এর মধ্যে আমেরিকা ও তালেবান প্রতিনিধিও ছিল।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট এ ধরনের বৈঠকের ধারণাকে নীতিগতভাবে সমর্থন করেছেন তবে এ ইস্যুতে দৃঢ় অবস্থানে আসতে কাবুলের আরো সময় প্রয়োজন। রুশ মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নতুন তারিখ ঠিক করার বিষয়ে সমঝোতা হয়েছে।

আফগান প্রেসিডেন্টের কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে, ল্যাভরভ ও গণি আসন্ন বৈঠক স্থগিত করতে সম্মত হয়েছেন এবং পরে নতুন কোনো তারিখে সে বৈঠক অনুষ্ঠিত হবে। আফগান প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, এ ধরনের বৈঠক হতে হবে আফগানিস্তানের নিজের উদ্যোগে এবং নেতৃত্বে।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ