সরকার বাতিল করেছেন সুদানি প্রেসিডেন্ট
(last modified Mon, 10 Sep 2018 11:41:54 GMT )
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১৭:৪১ Asia/Dhaka
  • সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির (সামনে)
    সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির (সামনে)

পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির এবং এরইমধ্যে তিনি মুয়াতাজ মুসাকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। দেশের অর্থনৈতিক সঙ্কট সমাধানের জন্য পুরো সরকারব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন তিনি।

আজ (সোমবার) ভোরে প্রেসিডেন্ট ওমর আল-বশির একটি বিবৃতি দেন। এতে তিনি সব মন্ত্রীকে বরখাস্ত করার ঘোষণা দেন। একই সঙ্গে সরকারের খরচ কমাতে নতুন মন্ত্রিসভায় ৩১ জনের পরিবর্তে ২১ জন মন্ত্রী রাখার কথাও বলেন তিনি। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশের অর্থনৈতিক সঙ্কট সমাধানের জন্য প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন একটি সরকার গঠন করবেন।

সাম্প্রতিক সময়ের দুর্ভোগ ও হতাশা দূর করার জন্য এ পদক্ষেপ জরুরি বলেও বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট বশির। তার এ পদক্ষেপ সুদানি জনগণের মনে আশার সঞ্চার করবে বলে তিনি উল্লেখ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ