ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন করে যেতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
(last modified Mon, 24 Sep 2018 02:56:00 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ০৮:৫৬ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে এবং এ কারণে এ সমঝোতাকে টিকিয়ে রাখতে হবে। তিনি সিবিএস টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা যা দেখেছি এবং বুঝেছি তাতে ইরান এ সমঝোতা পুরোপুরি মেনে চলছে।”

থেরেসা মে’র পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি আজ (সোমবার) আরো পরে প্রচার করা হবে। এতে তিনি আরো বলেছেন, তার দেশ মনে করে জেসিপিওএ নামের এ সমঝোতার বাস্তবায়ন চালিয়ে যেতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা ছাড়া ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি সবগুলো দেশ ও পক্ষ মনে করে জেসিপিওএ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

থেরেসা মে একই সঙ্গে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকাসহ এ সমঝোতার বাইরের বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য যখন বিশ্ব নেতারা নিউ ইয়র্কে সমবেত হতে শুরু করেছেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী এ বক্তব্য দিলেন।

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ওই মাসেই জাতিসংঘে নিরাপত্তা পরিষদে এ সমঝোতা অনুমোদিত হয় এবং এটি একট আন্তর্জাতিক আইনে পরিণত হয়।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে স্বাক্ষরিত এ সমঝোতা থেকে গত মে মাসে আমেরিকাকে বের করে নিয়েছেন। তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর একতরফাভাবে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ