জন বোল্টনের প্রলাপ: ‘রুশ বিমান ভূপাতিত করেছে ইরান!’
(last modified Tue, 25 Sep 2018 04:10:15 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১০:১০ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের ধারাবাহিকতায় এবার সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার জন্য তেহরানকে দায়ী করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছেন, বোল্টন সোমবার ন্যুনতম দলিল উপস্থাপন ছাড়াই দাবি করেন, সিরিয়া ও লেবাননে হামলার পাশাপাশি সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত করার মূল দায় ইরানের।

তেহরানের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন দাবি উত্থাপনের কারণও গোপন রাখেননি বোল্টন।  তিনি একইসঙ্গে বলেছেন, ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে এবং ওয়াশিংটন তেহরানের ওপর সর্বোচ্চ মাত্রায় চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।

একটি আইএল-২০ বিমান (ফাইল ছবি)

রাশিয়ার বিমান ভূপাতিত করার জন্য এমন সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানকে দায়ী করলেন যখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার আইএল-২০ বিমান ভূপাতিত হওয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে।

ওই মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমানগুলো রাশিয়ার তুলনামূলক বড় বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে লাতাকিয়ায় হামলা করে যাচ্ছিল। এ সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ১৫ আরোহীর সবাই নিহত হন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫

ট্যাগ