এস-৩০০’র জবাবে আমেরিকা এফ-২২ পাঠাতে পারে: স্পুৎনিক
https://parstoday.ir/bn/news/world-i64812-এস_৩০০’র_জবাবে_আমেরিকা_এফ_২২_পাঠাতে_পারে_স্পুৎনিক
সিরিয়ার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠানোর জবাবে আমেরিকা এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস যুদ্ধবিমান পাঠাতে পারে। ‘দ্যা ড্রাইভ’ ম্যাগাজিনের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০৬, ২০১৮ ১৩:২৯ Asia/Dhaka
  • এফ-২২ স্টিলথ বিমান
    এফ-২২ স্টিলথ বিমান

সিরিয়ার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠানোর জবাবে আমেরিকা এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস যুদ্ধবিমান পাঠাতে পারে। ‘দ্যা ড্রাইভ’ ম্যাগাজিনের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে।

মার্কিন বাহিনী সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী কথিত অভিযানের সময় এফ-২২ এবং এফ-১৬ সিজে বিমান ব্যবহার করেছে যখন সিরিয়ার সেনারা নিশ্চিত ছিল না যে, এসব বিমানকে তারা তাদের আকাশসীমায় কীভাবে মোকাবেলা করবে। ড্রাইভ ম্যাগাজিন বলছে, ওয়াশিংটন আবারো সেই কৌশলে ফিরতে পারে যদিও এরইমধ্যে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকার কাছে এফ-২২ বিমান মোতায়েন করা হয়েছে।   

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০

রাশিয়া বুধবার ঘোষণা করেছে যে, সিরিয়ার কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করা শেষ হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি আইএল-২০ বিমান ধ্বংস হওয়ার পর মস্কো সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার ঘোষণা দেয়। সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬