আরেকটু পিছু হটলেন ট্রাম্প; অনড় থেকে ছাড় পেল ইরাক ও ভারত
(last modified Wed, 07 Nov 2018 14:09:25 GMT )
নভেম্বর ০৭, ২০১৮ ২০:০৯ Asia/Dhaka
  • ইরাকের বিদ্যুৎ সরবরাহ লাইন
    ইরাকের বিদ্যুৎ সরবরাহ লাইন

ইরান থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারবে ইরাক। এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ কর্মকর্তা ব্রায়ান হুক। ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানবে না বলে ইরাক ঘোষণা দেওয়ার পর আমেরিকা তার অবস্থান থেকে পিছু হটেছে।

আমেরিকা যে আট দেশকে ইরান থেকে তেল কেনার বিষয়ে ছাড় দিয়েছে ইরাক তার বাইরে। প্রতিবেশী ইরান হচ্ছে ইরাকের প্রধান বাণিজ্যিক সহযোগী দেশ।

চবাহর বন্দর

এর আগে ট্রাম্প প্রশাসন ভারতকে তেল কেনার পাশাপাশি ইরানে নৌবন্দর নির্মাণেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান উপসাগরে ইরানের চবাহার এলাকায় বন্দর নির্মাণের কাজ চালিয়ে যেতে পারবে ভারত।  এছাড়া এই বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য রেলপথ তৈরির কাজও চালানো যাবে আগের মতই।

ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে এক চুক্তির ভিত্তিতে বন্দরটি নির্মাণ করা হচ্ছে। এর ফলে তিনটি দেশের মধ্যে পণ্য পরিবহণ সহজ হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞার ঘোষণা দিলেও বিভিন্ন দেশের বিরোধিতার কারণে নিজের অবস্থান থেকে সরে এসে এখন সম্মান বাঁচাচ্ছেন তিনি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬

ট্যাগ