মুক্তিপ্রাপ্ত ৫ সীমান্তরক্ষীকে ইরানের কাছে হস্তান্তর করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i65854-মুক্তিপ্রাপ্ত_৫_সীমান্তরক্ষীকে_ইরানের_কাছে_হস্তান্তর_করল_পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, মুক্তিপ্রাপ্ত পাঁচ সীমান্তরক্ষীকে ইরানি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওই পাঁচজনকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তান জানিয়েছিল। গত ১৫ অক্টোবর পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ইরানের ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে যায়। বাকী সাত জন এখনও সন্ত্রাসীদের কাছে রয়েছে বলে জানা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১২:৪২ Asia/Dhaka
  • মোহাম্মাদ ফয়সাল
    মোহাম্মাদ ফয়সাল

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, মুক্তিপ্রাপ্ত পাঁচ সীমান্তরক্ষীকে ইরানি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওই পাঁচজনকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তান জানিয়েছিল। গত ১৫ অক্টোবর পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ইরানের ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে যায়। বাকী সাত জন এখনও সন্ত্রাসীদের কাছে রয়েছে বলে জানা গেছে।

মোহাম্মাদ ফয়সাল এক টুইটার বার্তায় জানিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অপহৃত পাঁচ ইরানি সীমান্তরক্ষীকে মুক্ত করা সম্ভব হয়েছে। অপর সাত জনের মুক্তির জন্য ইরান ও পাকিস্তান যৌথভাবে চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। 

গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারিও বলেছেন, পাঁচ জন সীমান্তরক্ষী পাকিস্তানে মুক্তি পেয়েছে। অন্যদের মুক্তির জন্যও সর্বাত্মক চেষ্টা চলছে। 

১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের মিরজাভার জিরো পয়েন্ট থেকে ওই সব সীমান্তরক্ষীকে অপহরণ করে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহরণের পর তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন