আমেরিকা ধারাবাহিকভাবে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে: রাশিয়া
(last modified Tue, 25 Dec 2018 01:56:23 GMT )
ডিসেম্বর ২৫, ২০১৮ ০৭:৫৬ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা। তিনি রাশিয়ার রিয়ানোভোস্তি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন।

ক্ষতি করেছে। সিরিয়া থেকে মার্কিন সেনাদের যাতে পালিয়ে যেতে না হয় সেজন্য আগেভাগে প্রেসিডেন্ট ট্রাম্প সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আইএনএফ চুক্তি থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার যে পরিকল্পনার কথা ঘোষণা করেছে সে সম্পর্কেও কথা বলেন ল্যাভরভ।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বে সমরাস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে যার মূলে থাকবে আমেরিকার একটি মারাত্মক ও নীতি নির্ধারণী ভুল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও তার মিত্ররা ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারে মনোনিবেশ করছে এবং তাদের জন্য অপ্রিয় বাস্তবতা মেনে নিতে তারা রাজি নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫

ট্যাগ