ইসরাইলকে আকাশ ব্যবহারের অনুমতি দেয়া হয় নি: সুদানি প্রেসিডেন্ট
(last modified Mon, 07 Jan 2019 12:50:13 GMT )
জানুয়ারি ০৭, ২০১৯ ১৮:৫০ Asia/Dhaka
  • সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির
    সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির

ইহুদিবাদী ইসরাইলের বিমানকে সুদানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে তেল আবিব যে দাবি করেছে খার্তুম তা নাকচ করে দিয়েছে।

এ সম্পর্কে স্থানীয় একটি টিভি চ্যানেলকে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির বলেছেন, “তেল আবিবে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহারের বিষয়ে আমরা একটি অনুরোধ পেয়েছিলাম কিন্তু আমরা তা গ্রহণ করি নি। এ অনুরোধ তেল আবিবের পক্ষ থেকে ছিল না বরং তা এসেছিল কেনিয়া এয়ারলাইন্স থেকে।”

বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু গতমাসে দাবি করেছিলেন যে, ইসরাইল অভিমুখী বিমানকে সুদানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে খার্তুম। দখলদার ইসরাইল সরকারের সঙ্গে সুদানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

নেতানিয়াহু দাবি করেছিলেন, “বর্তমানে আমরা মিশর, চাদ এবং দৃশ্যত সুদানের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারি; ফলে সরাসরি আমরা ব্রাজিলে বিমান পাঠাতে পারি যাতে প্রায় দুই ঘণ্টা সময় কম লাগবে।” এসব কথা বললেও নেতানিয়াহু সম্প্রতি ব্রাজিল সফরের সময় সুদানের ওপর দিয়ে যান নি।  

সুদানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে নানা খবর বের হয়েছে। তবে গত বৃহস্পতিবার ওমর আল-বাশির এসব খবর নাকচ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৭

 

ট্যাগ