নতুন ভোট হলে ব্রিটিশরা ইইউ-তে থাকার পক্ষে মত দেবে: জরিপ
(last modified Sun, 20 Jan 2019 13:44:24 GMT )
জানুয়ারি ২০, ২০১৯ ১৯:৪৪ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটেনের বেশিরভাগ ভোটার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মত দিচ্ছেন। এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট নিয়ে যে চুক্তি করেছেন তারা তা গ্রহণ করতে প্রস্তুত। অবজারভারের জন্য নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার ব্রিটেনের হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়ার পর নতুন এ জনমত জরিপ চালানো হলো।

ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মত দিয়ে শতকরা ৪৫ ভাগ ভোটার বলেছেন, তারা ইইউ-তে থাকার পক্ষে ভোট দেবেন। আর শতকরা ৩৫ ভাগ বলেছেন, আবার যদি গণভোট হয় তাহলে তারা থেরেসা মে’র চুক্তির পক্ষে ভোট দিতে প্রস্তুত।

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিপক্ষে অবস্থান ছিল সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের

ব্রিটিশ জনগণ ২০১৬ সালে ইউরোপীয় জোট ছাড়ার পক্ষে ভোট দিয়েছিলেন। তাদের অনেকেই এখন বলছেন, তারা তখন বুঝতে পারেন নি কীভাবে ভোট দেয়া উচিত ছিল। এর অর্থ হচ্ছে জনমত ব্রেক্সিট চুক্তির দিকে হেলে পড়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে- ২০১৬ সালে জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিতে অনেকটা বাধ্য হয়েছেন।

জরিপ অনুসারে শতকরা ২৬ ভাগ ভোটার মনে করেন সরকারের এ প্রক্রিয়া বন্ধ করা উচিত; আর শতকরা ৪০ ভাগ মনে করেন কোনো চুক্তি ছাড়াই যদি  ইউরোপীয় জোট ছাড়তে হয় তাহলে নির্দিষ্ট সময়েই তা করা উচিত।#

পার্সটুডে/এসআইবি/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ