ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহত ৭, নিখোঁজ ২০০
https://parstoday.ir/bn/news/world-i67608-ব্রাজিলে_খনির_বাঁধ_ধসে_নিহত_৭_নিখোঁজ_২০০
ব্রাজিলের পূর্বাঞ্চলে একটি খনির বাঁধ ধসে অন্তত সাত শ্রমিক মারা গেছে। এতে নিখোঁজ রয়েছেন আরো ২০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৯ ১০:২১ Asia/Dhaka
  • দুর্ঘটনার পর উদ্ধার অভিযান
    দুর্ঘটনার পর উদ্ধার অভিযান

ব্রাজিলের পূর্বাঞ্চলে একটি খনির বাঁধ ধসে অন্তত সাত শ্রমিক মারা গেছে। এতে নিখোঁজ রয়েছেন আরো ২০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ধসে পড়া খনি ও বাঁধটি ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ভ্যালি’র মালিকানাধীন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান

এদিকে দুর্ঘটনার পর সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, যে এলাকায় বাঁধ দুর্ঘটনা ঘটেছে তার আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে কাদা। শুধু তাই নয়, কাদার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

তিন বছর আগে একই অঞ্চলে এ ধরনের আরেক প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১৯ জন মারা যায়।#

পার্সটুডে/এসআইবি/২৬   

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন