ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ২০:০৯ Asia/Dhaka
  • মিশরে তিন ইখওয়ান সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর, জানাযায় বাধা

মিশরে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

ইখওয়ানের একজন নেতা আজ (শুক্রবার) একটি সামাজিক নেটওয়ার্কে জানিয়েছেন, মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মিশরের একজন আইনজীবীও এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

সরকারি কর্মকর্তারা  ইখওয়ানের এই তিন সদস্যের জানাযার নামাজ আদায়ে বাধা দিয়েছেন বলেও খবর এসেছে। 

একজন বিচারকের পুত্রকে হত্যার অভিযোগে এই তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় মিশরের আদালত। হত্যাকাণ্ডের ওই ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। আদালত ২০১৭ সালের ডিসেম্বর মাসে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়। এ সময় অভিযুক্ত হত্যাকারীদের দু'জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তিন মিশরীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, নির্যাতনের মুখে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি আদায় করা হয়।

মিশরের সরকারি আদালত নানা মিথ্যা অভিযোগে ইখওয়ানের নেতা ও কর্মীদের মৃত্যুদণ্ড দিচ্ছে। সাজানো অভিযোগের ভিত্তিতে ইখওয়ানের ত্রিশ জন নেতা-কর্মীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে কোনো কোনো সূত্র খবর দিয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/৮
 

ট্যাগ