কিছু করতে পারবে না আমেরিকা: হুয়াওয়ে প্রধান
(last modified Tue, 19 Feb 2019 10:57:36 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১৬:৫৭ Asia/Dhaka
  • হুয়াওয়ের প্রধান রেন ঝেংফি
    হুয়াওয়ের প্রধান রেন ঝেংফি

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান রেন ঝেংফি বলেছেন, তার কোম্পানির বিরুদ্ধে আমেরিকা যতই প্রচারণা চালাক না কেন তারা এ কোম্পানিকে ধ্বংস করতে পারবে না।

সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন চীনের সবচেয়ে বড় টেলি-কোম্পানিটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফি। তিনি বলেন, “আমাদের প্রযুক্তি অত্যন্ত উন্নত হওয়ায় আমেরিকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।”

বর্তমানে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনার মুখে রয়েছে হুয়াওয়ে। পাশ্চাত্য এ টেলি-কোম্পানিটিকে সন্দেহের চোখে দেখে থাকে। সম্প্রতি, মার্কিন সরকার অভিযোগ তুলেছে, গুপ্তচরবৃত্তির চেষ্টা চালিয়েছে হুয়াওয়ে। এ নিয়ে পশ্চিমা দেশগুলো হুয়াওয়ে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।  

রেন ঝেংফি’র মেয়ে মেং ওয়ানঝু হুয়াইয়ের প্রধান অর্থ ও নির্বাহী কর্মকর্তা। কিছুদিন আগে তাকে কানাডায় আটক করা হয়। পরে অবশ্য তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু এ ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ হিসেবে দেখছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা।

এদিকে, হুয়াওয়ে এবং মেংয়ের বিরুদ্ধে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি এবং বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগে মামলা দায়ের করেছে আমেরিকা। তবে এ ব্যাপারে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে হুয়াওয়ে।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ