লাদেন পুত্র সম্পর্কে তথ্য যোগালেই মিলবে ১০ লাখ ডলার: আমেরিকা
(last modified Fri, 01 Mar 2019 08:23:04 GMT )
মার্চ ০১, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • হামজা বিন লাদেন
    হামজা বিন লাদেন

আল-কায়েদা সন্ত্রাসী চক্রের সাবেক নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন সম্পর্কে তথ্য যোগালে ১০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে মার্কিন সরকার।

হামজা বিন লাদেন কোন দেশে কোথায় আত্মগোপন করে আছেন সে সম্পর্কে খবর দেয়া হলে এ অর্থ মিলবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, মৃত ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন আল-কায়েদার নেতা হতে চলেছেন। মার্কিন সরকারের দাবি মোতাবেক আমেরিকা এবং তার মিত্রদের ওপর হামলার আহ্বান জানিয়ে অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন হামজা।

 ওসামা বিন লাদেন

মার্কিন  গোয়েন্দা সংস্থাগুলোর মতে তরুণ বিন লাদেনের বয়স ত্রিশের কাছাকাছি। পাশ্চাত্যের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য পিতার উত্তরসূরি হয়ে উঠেছেন তিনি। দু’ বছর আগে তাকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হামজা বিনলাদেন কোথায় আত্মগোপন করে আছেন তা নিয়ে অনেক বছর ধরেই জল্পনা-কল্পনা চলছে। আফগানিস্তান-পাকিস্তানসহ নানা দেশে তিনি বসবাস করছেন বলে অনেকেই ধারণা প্রকাশ করেছেন।#  

পার্সটুডে/মূসা রেজা/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

 

ট্যাগ