উ. কোরিয়াকে ফের নিষেধাজ্ঞার হুমকি দিলেন বোল্টন
(last modified Wed, 06 Mar 2019 11:04:32 GMT )
মার্চ ০৬, ২০১৯ ১৭:০৪ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

পরমাণু কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়ার ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। গতকাল (মঙ্গলবার) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।  

বোল্টন বলেন, “ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প ও কিমের বৈঠকের পর এখন দেখা হবে কোরিয়া তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরমাণু সম্পর্কিত সব কার্যক্রম স্থগিত করে কিনা। যদি তা না করে, তাহলে তারা তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাচ্ছে না বলেই জোরালো ধারণা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা আরোপের কথাই ভাববো।”

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কিম জং ও ডোনাল্ড ট্রাম্প বৈঠক করলেও কোনো ফল আসে নি

গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও কিমের বৈঠকে পরমাণু কর্মসূচি বাতিলের কথা বলেছিলেন ট্রাম্প। এই অবসানের বিষয়টির ওপর নির্ভর করবে আমেরিকা উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করবে।

অন্যদিকে মঙ্গলবার দুই মার্কিন বিশেষজ্ঞ ও দক্ষিণ কোরিয়ার নিউজ এজেন্সি ইয়োনহ্যাপের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে ট্রাম্প এবং কিমের প্রথম বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্ত  প্রতিশ্রুতির পরেও একটি পরমাণু ক্ষেপণাস্ত্র কেন্দ্র আবার চালু করেছে দেশটি।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ