কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত: মেয়রসহ নিহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i68742-কলম্বিয়ায়_বিমান_বিধ্বস্ত_মেয়রসহ_নিহত_১৪
কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তারাইরা শহরের মেয়র দরিস ভিয়েগাস, তার স্বামী ও কন্যা রয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১০, ২০১৯ ১৮:১৯ Asia/Dhaka
  • দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমান
    দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমান

কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তারাইরা শহরের মেয়র দরিস ভিয়েগাস, তার স্বামী ও কন্যা রয়েছেন।

গতকাল (শনিবার) আন্দিজ পর্বতমালা ও ল ইয়ানস তৃণভূমির সংযোগ এলাকা ভিয়াভিসেন্সিওতে এ দুর্ঘটনা ঘটে। মেয়র পরিবারে ছাড়াও প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট ও মালিক হেইমে ক্যারিয়ো, কো-পাইলট হেইমে হেরেরা এবং এয়ারলাইন্স বিষয়ক বিশেষজ্ঞ আলেক্স মোরেনো।

ডগলাস ডিসি-৩ নামের মার্কিন নির্মিত দুই ইঞ্জিনের এই প্রপেলার বিমানটি স্যান হোস দেল গুয়াভিয়ার থেকে ভিয়াভিসেন্সি শহরে যাচ্ছিল। ভিয়াভিসেন্সির বেসামিরক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। এরপর এটি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। তারপর আগুন ধরে এটি বিধ্বস্ত হয়। দুর্ভাগ্যবশত বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই।

দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক। একইসঙ্গে তাদের শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/১০