কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪, বেশিরভাগ শিশু
https://parstoday.ir/bn/news/world-i68944
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় একটি মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ১৮, ২০১৯ ১৬:৩৩ Asia/Dhaka
  • দুর্ঘটনায় পড়া মালবাহী ট্রেন
    দুর্ঘটনায় পড়া মালবাহী ট্রেন

গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় একটি মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।

গতকাল (রোববার) দেশটির কাসাই-সেন্ট্রাল প্রদেশের কাছে বেনা লেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালবাহী হলেও ট্রেনটিতে লুকিয়ে গন্তব্যে যাচ্ছিলেন হতাহত ব্যক্তিরা। দুর্ঘটনার পর ট্রেনটির বেশ কিছু বগি লুয়েম্বে নদীতে পড়ে যায়।

বেনা লেকা রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছি, এদের বেশিরভাগই শিশু। হতাহতের সংখ্যা এখনো প্রাথমিকই বলতে হচ্ছে, কারণ নদীতে পড়ে যাওয়া পাঁচটি বগি এখনো উল্টে আছে।

গত এক মাসের মধ্যে কঙ্গোয় এটি তৃতীয় ট্রেন দুর্ঘটনা। এর আগে কালেন্দা এলাকায় সবশেষ যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়।

প্রায় সময়ই কঙ্গোয় ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটির পুরনো রেল ব্যবস্থাপনা এজন্য দায়ী বলে মনে করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৮