প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ: মুলারের প্রতিবেদনে খালাস ট্রাম্প  
(last modified Mon, 25 Mar 2019 12:41:59 GMT )
মার্চ ২৫, ২০১৯ ১৮:৪১ Asia/Dhaka
  • সস্ত্রীক রবার্ট মুলার
    সস্ত্রীক রবার্ট মুলার

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনো সংযোগ ছিল না বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। রিপোর্টের সংক্ষিপ্তসার গতকাল (রোববার) মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। তবে ট্রাম্প প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কিনা- তা এতে বলা হয় নি।

কংগ্রেসের জন্য প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরি করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।  প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই এই তদন্ত প্রক্রিয়াকে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছেন। গতকাল তিনি বলেছেন, "এটা এ দেশের জন্য লজ্জার যে এমন একটা বিষয়ে তদন্ত করতে হলো"। তিনি পুরো তদন্তকে অবৈধ ও ব্যর্থ বলে দাবী করেন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রবার্ট মুলার বিশেষ কৌঁসুলি নিযুক্ত হওয়ার ২২ মাসের মাথায় এ তদন্ত প্রতিবেদন জমা দিলেন। তবে এরইমধ্যে ট্রাম্পের সাবেক ছয়জন ঘনিষ্ঠ সহযোগী এবং কয়েক ডজন রুশ নাগরিককে অভিযুক্ত করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের জেলে পাঠানো হয়েছে। রবার্ট মুলার তার প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে আর কোনো অভিযোগ তোলার সুপারিশ করেন নি।

নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রোপাগান্ডা ছড়িয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়। তবে ট্রাম্পের পাশাপাশি রাশিয়াও বরাবরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

ট্যাগ