গোলান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নিন: জাতিসংঘকে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i69173-গোলান_ইস্যুতে_আমেরিকার_বিরুদ্ধে_পদক্ষেপ_নিন_জাতিসংঘকে_পাকিস্তান
সিরিয়ার গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে মার্কিন স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ঘোষণা বিশেষকরে নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৭, ২০১৯ ১৯:৪৬ Asia/Dhaka
  • গোলান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নিন: জাতিসংঘকে পাকিস্তান

সিরিয়ার গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে মার্কিন স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ঘোষণা বিশেষকরে নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।

পাকিস্তান ওই বিবৃতিতে আরও বলেছে, মার্কিন এ পদক্ষেপ আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। এ অবস্থায় জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে মার্কিন এ পদক্ষেপের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। গোটা বিশ্ব এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলেও পাকিস্তান আশা প্রকাশ করেছে। 

গত সোমবার ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছেন। হোয়াইট হাউসে এ সংক্রান্ত প্রেসিডেনশিয়াল ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। এ সময় দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার পাশে ছিলেন। ট্রাম্পের এই স্বীকৃতির পর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া। ট্রাম্পের এ পদক্ষেপকে সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে উল্লেখ করেছে সিরিয়া। দামেস্ক আরও বলেছে, এক বিঘাৎ জমির বিষয়েও ছাড় দেয়া হবে না্

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ওই ভূখণ্ডকে দখল করে নেয় ইসরাইল। ইসরাইলের দখলে থাকা ওই ভূখণ্ডের আয়াতন হচ্ছে এক হাজার দুইশ' বর্গকিলোমিটার।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭