ভেনিজুয়েলায় অভ্যুত্থানে ব্যর্থতায় আমেরিকার গায়ে জ্বালা ধরেছে: রাশিয়া
(last modified Sun, 31 Mar 2019 05:23:30 GMT )
মার্চ ৩১, ২০১৯ ১১:২৩ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি আমেরিকা দিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, এই হুমকি প্রমাণ করছে ল্যাতিন আমেরিকার দেশটিতে ‘তড়িৎ অভ্যুত্থান’ ঘটাতে ব্যর্থ হয়ে ওয়াশিংটন ক্ষোভের আগুনে জ্বলছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক বিবৃতিতে একথা বলেন। তিনি ভেনিজুয়েলা সরকারের সঙ্গে বৈধ সামরিক সহযোগিতা চালিয়ে যাওয়ার কারণে মস্কোকে ‘ভয় দেখানোর হাস্যকর মার্কিন পদক্ষেপের’ তীব্র নিন্দা জানান। জাখারোভা বলেন, এ ধরনের তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করে ওয়াশিংটন কারাকাসে তাৎক্ষণিকভাবে যে অভ্যুত্থান করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে।

রাশিয়ার এই কূটনীতিক ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিকে অজুহাত করে দেশটির অর্থনীতিকে বিপদগ্রস্ত না করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তা করা হলে ল্যাতিন আমেরিকার দেশটিতে গৃহযুদ্ধ দেখা দেবে।

রাশিয়া ভেনিজুয়েলায় সামরিক বিশেষজ্ঞ পাঠানোর কারণে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মার্কিন কর্তৃপক্ষ হুমকি দেয়ার পর জাখারোভা এসব কথা বললেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার আওতায় কারাকাসে সেনা বিশেষজ্ঞা পাঠিয়েছে রাশিয়া এবং এ বিষয়টি আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এটিকে সামরিক হস্তক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০

 

ট্যাগ