ইলহান ওমর ইসরাইলকে পছন্দ করেন না: ট্রাম্প
(last modified Sun, 07 Apr 2019 10:34:42 GMT )
এপ্রিল ০৭, ২০১৯ ১৬:৩৪ Asia/Dhaka
  • ইলহান ওমর
    ইলহান ওমর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা শ্লেষাত্মক ভঙ্গিতে বলেছেন, মিনেসোটা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর ইহুদিবাদী ইসরাইলকে পছন্দ করেন না।

গতকাল (শনিবার) বিকেলে রিপাবলিকান জিউশ কোয়ালিশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “মিনেসোটা থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ওমরকে বিশেষ ধন্যবাদ।” এর পরপরই তিনি বলেন, “আহা! আমি ভুলে গেছি। তিনি ইসরাইলকে পছন্দ করেন না। আমি বিষয়টি ভুলে গেছি, আমি খুবই দুঃখিত।” এ অনুষ্ঠানে ট্রাম্প আরো বলেন, মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের সদস্যরা ইসরাইলের জন্য লড়াই করেন না। 


ইলহানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে নিউ ইয়র্ক শহর থেকে এক ব্যক্তিকে পুলিশ আটক করার একদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন। শুক্রবার নিউ ইয়র্কের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস এক বিবৃতিতে বলেছে, প্যাট্রিক ডাব্লিউ কারলিনিও জুনিয়র নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি ইলহান ওমরকে হত্যার হুমকি দিয়েছিল।


 গত বছর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে যে দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন তাদের একজন ইলহান ওমর। ৩৭ বছর বয়সী এ নারী আইন প্রণেতা মিনেসোটার মিনাপোলিসের একটি সোমালি উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন। সেখানে বিপুল সংখ্যক সোমালি বংশোদ্ভূত লোকজনের বসবাস রয়েছে। 


ইলহান ওমর দফায় দফায় ইহুদিবাদী ইসরাইল ও ইসরাইলপন্থি লবির সমালোচনা করে আসছেন। মার্কিন রাজনৈতিক অঙ্গনে এ লবির ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়া, আমেরিকার যেসব কংগ্রেসম্যান ইসরাইলের পক্ষে অবস্থান নেন তিনি তাদেরও সমালোচনা করেন। ইলহান ওমর এসব কংগ্রেসম্যানকে বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত হিসেবে বিবেচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ