‘ওমর আল-বশিরের অনুগতদের ক্ষমতা থেকে উৎখাত করা হবে’
https://parstoday.ir/bn/news/world-i69548-ওমর_আল_বশিরের_অনুগতদের_ক্ষমতা_থেকে_উৎখাত_করা_হবে’
সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের নয়া প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির সরকারের সকল অনুসারীকে ক্ষমতা থেকে ‘নির্মূল’ করা হবে। তীব্র গণবিক্ষোভের জের ধরে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বশির ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিনের মাথায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা এল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ০৬:৩১ Asia/Dhaka
  • লে. জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান আব্দুররহমান
    লে. জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান আব্দুররহমান

সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের নয়া প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির সরকারের সকল অনুসারীকে ক্ষমতা থেকে ‘নির্মূল’ করা হবে। তীব্র গণবিক্ষোভের জের ধরে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বশির ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিনের মাথায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা এল।

লে. জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান আব্দুররহমান শনিবার প্রথমবারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরেরও প্রতিশ্রুতি দিয়েছেন।

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে গত চার মাস ধরে সুদানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সামরিক পরিষদ প্রেসিডেন্ট বশিরকে ‘ক্ষমতাচ্যুত’ করা হয়েছে বলে ঘোষণা দেয়। কিন্তু বিক্ষোভকারী জনতা রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বলে আসছে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ওমর আল-বশিরের অনুগত বলে তারা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততদিন তারা ঘরে ফিরে যাবেন না।

৩০ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন বশির; বৃহস্পতিবার একই উপায়ে ক্ষমতাচ্যুত হন তিনি

জনতার এই দাবির মুখে শুক্রবার সামরিক পরিষদের প্রধান জেনারেল আওয়াদ ইবনে আউফ পদত্যাগ করেন এবং জেনারেল আব্দুররহমান তার স্থলাভিষিক্ত হন।

জেনারেল আব্দুররহমান শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আরো জানিয়েছেন, অন্তর্বর্তী সামরিক পরিষদ সর্বোচ্চ দুই বছর ক্ষমতায় থাকবে। এ সময়ের মধ্যে সুদানের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটি বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করা হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪