ইন্দোনেশিয়ার নির্বাচনে বিজয় দাবি করছে ২ প্রার্থীই
(last modified Thu, 18 Apr 2019 18:51:17 GMT )
এপ্রিল ১৯, ২০১৯ ০০:৫১ Asia/Dhaka
  • সুবিয়ান্তো ও উইদোদো
    সুবিয়ান্তো ও উইদোদো

ইন্দোনেশিয়ার বিরোধী দলীয় প্রার্থী প্রাবোয়ো সুবিয়ান্তো নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি নিজেকে বিজয়ী হিসেবে দাবি করে বলেছেন, নির্বাচনে তার পক্ষে ৬২ শতাংশ ভোট পড়েছে। কিন্তু কারচুপির মাধ্যমে ফল উল্টে দেওয়া হচ্ছে।

অবশ্য ২০১৪ সালের নির্বাচনেও সুবিয়ান্তো নির্বাচনের দিনই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন।

ইন্দোনেশিয়ায় গতকালের নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই প্রাথমিক ফলাফল বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো অন্তত ১০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। উইদোদো বলেছেন, তিনি ৫৪ শতাংশ ভোট পেয়ে জিতেছেন।

এরইমধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানসহ বিশ্বের ২২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। আগামী ২২ মে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।   

বুধবার ইন্দোনেশিয়ার বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।ইন্দোনেশিয়ার পুলিশ যেকোনো ধরণের সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

ট্যাগ