ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি
-
• ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধির নতুন খবর
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির প্রতিনিধিরা ইরান এবং ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক সহযোগিতা বিষয়ক চুক্তি উপর একটি জরুরি বিলের অনুমোদন দিতে সম্মত হয়েছেন।
বুধবার সংসদের প্রকাশ্য অধিবেশনে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক সহযোগিতা চুক্তির বিলটি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। পার্সটুডে-র মতে, এই অধিবেশনে উপস্থিত মোট ২৩৯ জন প্রতিনিধির মধ্যে ২০২ জন প্রতিনিধি এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।
এই প্রসঙ্গে, সংসদ সদস্য ফরহাদ বাশিরি এই বিলের পক্ষে যুক্তি উপস্থাপন করে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক সহযোগিতা চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
বাশিরি আরও বলেন: "ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলির সাথে অর্থনৈতিক সম্পর্ক শুধু যে কেবল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে তাই নয় একই সাথে সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কের উন্নয়নেও এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করতে পারে।"
ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক সহযোগিতা সম্প্রসারণ এমন এক সময়ে হলো যখন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগি ইউনো সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তেহরানের সাথে তার দেশের সম্পর্কের ওপর জোর দিয়ে উভয় পক্ষের স্বার্থের সকল ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের জন্য তার দেশের আগ্রহের কথা জানান। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।