ইরান বিরোধী নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i69855-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_গ্রহণযোগ্য_নয়_রাশিয়ার_পররাষ্ট্র_মন্ত্রণালয়
রাশিয়া আবারো ইরানের বিরুদ্ধে আমেরিকার অবরোধ আরোপের বিরোধিতা করে বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা পদক্ষেপ মস্কো মানে না। তেহরান-মস্কো সম্পর্ক ও সহযোগিতা সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলেও রাশিয়া আশা প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০১৯ ০৬:৩১ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়া আবারো ইরানের বিরুদ্ধে আমেরিকার অবরোধ আরোপের বিরোধিতা করে বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা পদক্ষেপ মস্কো মানে না। তেহরান-মস্কো সম্পর্ক ও সহযোগিতা সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলেও রাশিয়া আশা প্রকাশ করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, ইরানের কাছ থেকে তেল কেনার ওপর দেয়া ছাড় প্রত্যাহার করে দেশটির ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তা মস্কোর দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

জাখারোভা বলেন, ইরানের ব্যাপারে রাশিয়ার নীতিতে কোনো পরিবর্তন আসবে না বরং তেহরান-মস্কো সম্পর্ক অতীতের মতো শক্তিশালী হতে থাকবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সোমবার জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও আটটি দেশকে তেহরানের কাছ থেকে তেল কেনার জন্য যে ছাড় দেয়া হয়েছিল তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমেরিকার দৃষ্টিতে আগামী ২ মে থেকে বিশ্বের কোনো দেশ আর ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে না। অবশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার এক ভাষণে বলেছেন, তার দেশ যতটুকু প্রয়োজন এবং যতটুকু ইচ্ছা করবে ততটুকু তেল রপ্তানি করবে এবং তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৬