মোহাম্মাদ জাওয়াদ জারিফের বক্তব্যে উষ্মা প্রকাশ করলেন জন বোল্টন
(last modified Mon, 29 Apr 2019 00:49:29 GMT )
এপ্রিল ২৯, ২০১৯ ০৬:৪৯ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বক্তব্যে উষ্মা প্রকাশ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জারিফ আমেরিকার যুদ্ধবাজ নীতি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বোল্টন বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রচারণামূলক।

জারিফ সম্প্রতি নিউ ইয়র্কে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইংরেজি ‘বি’ আদ্যাক্ষরের চার ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, এই ‘টিম-বি’র সদস্যরা আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে ফেলতে চান। জারিফের ভাষায় টিম-বি’র ওই চার সদস্য হলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদ।

জারিফ বলেন, টিম-বি’র প্রচেষ্টা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেন বলে তিনি মনে করেন না।

ফক্স নিউজকে সাক্ষাৎকার দিচ্ছেন জারিফ

জারিফের এই বিশ্লেষণধর্মী বক্তব্যের জবাবে বোল্টন দাবি করেছেন,  ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি সব সময় স্বচ্ছ ও স্পষ্ট ছিল। বোল্টন এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে নিজের ইরান বিরোধী অবস্থানকে ধামাচাপা দিতে চেয়েছেন।  

বোল্টন এমন সময় নিজের ইরান বিরোধী নীতিকে ঢেকে রাখার চেষ্টা করলেন যখন তিনি ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মোনাফেকিনের একজন নিয়মিত অতিথি এবং মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বোল্টন মোনাফেকিন গোষ্ঠীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৯

 

ট্যাগ