তুরস্কের ইস্তাম্বুলের নির্বাচনের ফলাফল বাতিল; স্বৈরতন্ত্র বলল বিরোধী দল
https://parstoday.ir/bn/news/world-i70188-তুরস্কের_ইস্তাম্বুলের_নির্বাচনের_ফলাফল_বাতিল_স্বৈরতন্ত্র_বলল_বিরোধী_দল
তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের সিটি কাউন্সিল নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে। সরকারি দলের অভিযোগ আমলে নিয়ে দেশটির নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ জুন শহরটিতে পুনরায় ভোট হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০১৯ ১৯:৫৪ Asia/Dhaka
  • একরাম ইমামওগ্লু
    একরাম ইমামওগ্লু

তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের সিটি কাউন্সিল নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে। সরকারি দলের অভিযোগ আমলে নিয়ে দেশটির নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ জুন শহরটিতে পুনরায় ভোট হবে।

৩১ মার্চের নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর ইস্তাম্বুলের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি। সেখানে অল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছিল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি'র মেয়র প্রার্থী একরাম ইমামওগ্লু।

৩১ মার্চ তুরস্কজুড়ে পৌর নির্বাচন হয়। ওই নির্বাচনে সরকারি দলের নেতৃত্বাধীন জোট ৫১ শতাংশ ভোট পেয়ে দেশজুড়ে জয় পেলেও সিএইচপি রাজধানী আঙ্কারা, ইজমির ও ইস্তাম্বুলে জিতেছে বলে দাবি করে। প্রেসিডেন্ট এরদোগান এক সময় ইস্তাম্বুলের মেয়র ছিলেন।

ইস্তাম্বুলে পুনর্নির্বাচনের ঘোষণায় সিএইচপির উপ-প্রধান ওনুরসাল আদিগুজেল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা সোজাসাপটা স্বৈরতন্ত্র।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭