বোল্টনের প্রলাপ: ‘ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করছে ইরান, রাশিয়া ও কিউবা’
(last modified Sat, 11 May 2019 03:20:52 GMT )
মে ১১, ২০১৯ ০৯:২০ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

উগ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আবার অভিযোগ করেছে, ইরান, রাশিয়া ও কিউবা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পৃষ্ঠায় প্রকাশিত এক পোস্টে এ অভিযোগ করেন।

বোল্টন আরো দাবি করেন, ভেনিজুয়েলায় গণতন্ত্র ধ্বংস ও দমন অভিযানে কিউবা, রাশিয়া ও ইরানের মতো কিছু বহিরাগত সামরিক শক্তি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ বিষয়টি মার্কিন সরকার সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে গত সপ্তাহেও বোল্টন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরান, রাশিয়া ও কিউবাকে দায়ী করেছিলেন।

যেমন প্রেসিডেন্ট তেমন তার নিরাপত্তা উপদেষ্টা

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন সময় এ অভিযোগ করলেন যখন তার দেশের প্রকাশ্য সহযোগিতা নিয়ে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো সম্পূর্ণ বেআইনিভাবে নিজেকে সেদেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। আমেরিকার পৃষ্ঠপোষকতা নিয়ে গত সপ্তাহে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাতে গিয়ে ব্যর্থ হন গুয়াইদো।

আমেরিকার পাশাপাশি বেশিরভাগ ইউরোপীয় দেশ হুয়ান গুয়াইদোর প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। কিন্তু ইরান, রাশিয়া, চীন ও কিউবাসহ আরো কিছু দেশ ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার এ হস্তক্ষেপকামী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। এসব দেশ ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ