মে ১৩, ২০১৯ ১৬:১৯ Asia/Dhaka
  • বেলারুশের একটি কুচকাওয়াজে এস-৩০০, ছবিটি ২০১৩ সালে নেয়া হয়েছে।
    বেলারুশের একটি কুচকাওয়াজে এস-৩০০, ছবিটি ২০১৩ সালে নেয়া হয়েছে।

মার্কিন একটি সামরিক কেন্দ্রে সোভিয়েত আমলে নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০পিটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। উপগ্রহ থেকে নেয়া এ ছবি প্রকাশিত হওয়ার পর নানা জল্পনা চলছে।

সামরিক বিষয়ে আগ্রহী এক ব্লগার এ সংক্রান্ত ছবি প্রকাশ করেছেন। এ ব্লগার নিজ প্রোফাইলে লিখেছেন, সব ধরণের সামরিক সরঞ্জামের অবস্থান বের করা তার কাজ। এস-৩০০ ছবিসহ পোস্ট দেয়ার পর তা মুছেও দিয়েছিলেন এই ব্লগার। কিন্তু এরই মধ্যে রুশ সংবাদ মাধ্যম এবং ইন্টারনেট ভিত্তিক প্রতিরক্ষা ব্লগে তার প্রকাশিত ছবি ছড়িয়ে পড়েছে।

চলতি মাসের ১ তারিখে মূল পোস্টটি প্রকাশ করেছিলেন টামিডুলিটেল নামের ব্লগার। মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় এস-৩০০ মোতায়েন করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন নি। তিনি লিখেছিলেন, 'আমেরিকার কোথাও মোতায়েন রয়েছে।'

উপগ্রহ থেকে নেয়া এস-৩০০ এর ছবি

১৯৭৫ সালে প্রথম অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০। ১৯৭৯ সালে সোভিয়েত সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত হয় এটি। এর এক বছর পরই এ ব্যবস্থা চীন, আলজেরিয়া, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, ইউক্রেনসহ বুলগেরিয়া এবং স্লোভাকিয়ায় সরবরাহ করা হয়। শেষ দু'টি দেশ এখন ন্যাটো জোটের সদস্য হিসেবে মার্কিন মিত্রে পরিণত হয়েছে।

ফলে এস-৩০০ কি ভাবে আমেরিকায় গেল সে রহস্য সমাধানের  আভাসও হয়ত এর মধ্যেই রয়েছে। কোনও কোনও ন্যাটো দেশ এখনও এস-৩০০ ব্যবহার করছে এবং সেখান থেকেই হয়ত আমেরিকা হাতিয়ে নিতে পেরেছে এটি।

অবশ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই ১৯৯০'এর দশকে এ ব্যবস্থা বেলারুশ থেকে আমেরিকা হাতিয়ে নিয়েছে বলেও কোনও কোনও খবরে দাবি করা হয়েছিল। ১৯৯৪ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছিল, গোপন চুক্তির মাধ্যমে পেন্টাগনের প্রধান সামরিক গোয়েন্দা এস-৩০০'এর কিছু অংশ ক্রয় করেছিল। ইলেক্ট্রনিক এবং রাডার ব্যবস্থা ছাড়া এটি ক্রয় করা হয়েছিল বলে খবরে দাবি করা হয়। এ ছাড়া, খবরে বলা হয়, আমেরিকা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য এ ব্যবস্থা ক্রয় করেছিল।

সোভিয়েত জমানার এ প্রযুক্তির প্রতি পেন্টাগনের কৌতূহলের কোনও ভাটা আজও পড়ে নি। গত বছরের অক্টোবরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিশেষজ্ঞরা গোপনে ইউক্রেন সফর করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এস-৩০০ খতিয়ে দেখা এবং এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্যেই এ সফর করেছেন তারা।

তেল আবিব এবং ওয়াশিংটনকে এস-৩০০ হাতে কলমে পরীক্ষা করে দেখার সুযোগ এবং এ সংক্রান্ত তথ্য কিয়েভ যুগিয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়।

কিন্তু আমেরিকায় এস-৩০০'এর যে ছবি প্রকাশিত হয়েছে তা সত্যিই এ প্রতিরক্ষা ব্যবস্থার না এর নকল সে সম্পর্কেও পরিষ্কার কোনও তথ্য মেলে নি। অবশ্য, রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে ধারণা করা হয়েছে, ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে এস-৩০০ খতিয়ে দেখছে আমেরিকা। কারণ দেশটি বিমান প্রতিরক্ষায় এস-৩০০ ব্যবস্থা ব্যবহার করে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩

 

ট্যাগ