ইরাকের চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধ খারাপ হবে: সতর্ক করলেন স্যান্ডার্স
https://parstoday.ir/bn/news/world-i70408-ইরাকের_চেয়ে_ইরানের_সঙ্গে_যুদ্ধ_খারাপ_হবে_সতর্ক_করলেন_স্যান্ডার্স
মার্কিন সিনেটর ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স সতর্ক করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা ইরাকের চেয়ে বহুগুণ খারাপ যুদ্ধ হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০১৯ ১৮:২০ Asia/Dhaka
  • মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স
    মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

মার্কিন সিনেটর ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স সতর্ক করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা ইরাকের চেয়ে বহুগুণ খারাপ যুদ্ধ হবে।

ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান সম্প্রতি ইরানের হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা পেশ করেছেন বলে নিউ ইয়র্ক টাইমসে খবর বের হওয়ার পর স্যান্ডার্স একথা বললেন।

জন বোল্টন

গতকাল (মঙ্গলবার) এক ভিডিও বার্তায় স্যান্ডার্স বলেন, “১৬ বছর আগে ইরাক আক্রমণের মধ্যদিয়ে আমাদের ইতিহাসে একটা সংঘাতিক ভুল ঘটনা ঘটিয়েছিল মার্কিন শাসকরা। এখন সেই ভুলের ওপর ভিত্তি করে মনে হচ্ছে জন বোল্টন ইরানের সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছেন। তবে আমার মতে ইরাকের সঙ্গে যুদ্ধের চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধ বহুগুণ খারাপ হবে।”

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, তিনি কংগ্রেসে একটি জোট করার প্রক্রিয়ায় রয়েছেন যার মাধ্যমে কংগ্রেস প্রেসিডেন্টকে যেকোনো যুদ্ধে জড়ানোর আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করবে।#

পার্সটুডে/এসআইবি/১৫