ইরান নিয়ে বোল্টনের সঙ্গে মতপার্থক্যের কথা স্বীকার করলেন পম্পেও
(last modified Thu, 23 May 2019 23:20:04 GMT )
মে ২৪, ২০১৯ ০৫:২০ Asia/Dhaka
  • মাইক পম্পেও- জন বোল্টন
    মাইক পম্পেও- জন বোল্টন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, ইরান সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে তার মতপার্থক্য রয়েছে। তিনি বৃহস্পতিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ স্বীকারোক্তি দেন।

সিএনএনের এক প্রশ্নের উত্তরে ইরানকে নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও সার্বিকভাবে ওয়াশিংটনের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদানের ব্যাপারে বোল্টনের সঙ্গে তিনি একমত বলে পম্পেও দাবি করেন।

এর আগে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবারো ইরানের বিরুদ্ধে বিদ্বেষ উগড়ে দেন। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তার ভাষায় সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। পম্পেও দাবি করেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়িয়েছে আমেরিকা

সাম্প্রতিক সময়ে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে হুমকি ও কঠোর চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমেরিকার ইউরোপীয় মিত্ররাই প্রতিবাদ জানিয়েছে। আমেরিকার ভেতরেও ওয়াশিংটনের ইরান নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বহু মার্কিন কর্মকর্তা আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুদ্ধের ইতিহাস এবং আমেরিকার অর্থনীতির ওপর এসব যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাবের কথা উল্লেখ করে বলছেন, ওয়াশিংটন আরেকটি যুদ্ধে জড়ালে আমেরিকার স্বার্থ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বিপদের মুখে পড়বে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ