ইরানের অনাক্রমণ চুক্তির প্রস্তাবকে স্বাগত জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i70740-ইরানের_অনাক্রমণ_চুক্তির_প্রস্তাবকে_স্বাগত_জানাল_রাশিয়া
ইরানের অনাক্রমণ চুক্তির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি সইয়ের যে প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক এবং এ ধরণের চুক্তি উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০১৯ ১৮:৪৬ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

ইরানের অনাক্রমণ চুক্তির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি সইয়ের যে প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক এবং এ ধরণের চুক্তি উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ (সোমবার) মস্কোতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল ইরাক সফরের সময় আবারও পারস্য উপসাগরীয় দেশগুলোকে অনাক্রমণ চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছেন। এ ধরণের চুক্তি সই হলে ইরানসহ এ অঞ্চলের দেশগুলো কেউ কারো ওপর হামলা চালাতে পারবে না এবং যেসব দেশের মধ্যে ইরান-ভীতি কাজ করে তারাও চিন্তামুক্ত থাকতে পারবে। 

এ প্রস্তাবের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের প্রস্তাবে রুশ দৃষ্টিভঙ্গীর প্রতিফলন ঘটেছে। রাশিয়া মনে করে ইরান ও এ অঞ্চলের আরব দেশগুলো মিলেই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, এ বিষয়ে আরব দেশগুলোর মধ্যে মতৈক্য নেই। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পারস্য উপসাগরে অতিরিক্ত দেড় হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ পদক্ষেপ পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দেবে।

এ সময় তিনি ল্যাটিন আমেরিকায় ওয়াশিংটনের হস্তক্ষেপমূলক নীতিরও সমালোচনা করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।