ইরানের বিরুদ্ধে জন বোল্টনের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: রাশিয়া
-
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
রাশিয়া বলেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক নাশকতামূলক হামলায় ইরান জড়িত বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যে অভিযোগ করেছেন তাকে ‘বিশ্বাসযোগ্য’ মনে করে না মস্কো।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সেদেশের বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে জন বোল্টনের অভিযোগের মৌলিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমরা অসংখ্যবার দেখেছি যেকোনো বিষয়কে আমেরিকা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে এবং তাদের মতো করে বিশ্লেষণ করে বিশ্ববাসীকে খাওয়ানোর চেষ্টা করে।” রিয়াবকভ বলেন, ব্রিটেন যেকোনো ঘটনার ব্যাপারে ‘ব্যাপক সম্ভাবনা রয়েছে’ বলে যে বক্তব্য দেয় আমেরিকার এই মনোভাব তার চেয়ে খারাপ।

গত ১২ মে ফুজায়রা দ্বীপে আরব আমিরাতের একটি, নরওয়ের একটি এবং দু'টি সৌদি আরবের দু’টি তেল ট্যাংকারে কে বা কারা নাশকতামূলক হামলা চালায়। এখন পর্যন্ত কেউ ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি বা কারো জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু গত বুধবার আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে বোল্টন কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন, তেল ট্যাংকারে ইরানি নৌ বাহিনীর মাইন দিয়ে আঘাত হানা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তাৎক্ষণিকভাবে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, জন বোল্টন যে এরকম হাস্যকর অভিযোগ করবেন এটা মোটেও আশ্বর্যের বিষয় নয়।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেছেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতেই কেবল সহায়তা করবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য এ ধরনের অভিযোগ অত্যন্ত বিপজ্জনক।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩১