জুন ০৭, ২০১৯ ১৬:১৪ Asia/Dhaka
  • ইউরি বরিসভ
    ইউরি বরিসভ

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কোনো আবেদন জানায় নি। কাজেই তা প্রত্যাখ্যানের কোনো প্রশ্নই উঠতে পারে না। মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গের এ সংক্রান্ত এক খবরের প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।

সম্প্রতি ব্লুমবাগ দাবি করেছে, ইরান রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চেয়েছে কিন্তু রাশিয়া তাতে সাড়া দেয় নি। রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আজ (শুক্রবার) বার্তা সংস্থা রিয়া নোভস্তি-কে দেয়া সাক্ষাৎকারে বলেন, এস-৪০০ ইস্যুতে ইরানকে জড়িয়ে গুজব রটানো হয়েছে। এ ধরণের খবরের কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, ওরা গুজব ছড়াতেই পারে, তবে তেহরান-মস্কো সহযোগিতা স্বাভাবিক গতিতে চলবে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ ধরনের খবর প্রত্যাখ্যান করে বলেছেন, এ ধরনের খবরের উৎসের দিকে নজর দেওয়া উচিত।

রুশ সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিশনের প্রধান বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রচার যুদ্ধের অংশ হিসেবে এ খবর বানানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি সানায়ি বলেছেন, এস-৪০০ কেনার কোন পরিকল্পনা তেহরানের নেই।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ