আয়ারল্যান্ডেও ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ; উড়েছে বেবি ট্রাম্প
(last modified Fri, 07 Jun 2019 12:46:59 GMT )
জুন ০৭, ২০১৯ ১৮:৪৬ Asia/Dhaka
  • আয়ারল্যান্ডেও ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ; উড়েছে বেবি ট্রাম্প

ব্রিটেনের পর  আয়ারল্যান্ড সফরে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার) তার সফরের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

ব্রিটেনে তিন দিনের সফর শেষে বুধবার প্রথমবারের মতো আয়ারল্যান্ড যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারও ট্রাম্পের সফরের প্রতিবাদে বিক্ষোভ করেন আইরিশ নাগরিকরা। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মার্কিন প্রেসিডেন্টের সামরিক এবং বৈদেশিক নীতির সমালোচনা করেন তারা। এরপর গতকাল বড় ধরণের বিক্ষোভ মিছিল করেন আইরিশরা। বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। রাজধানী ডাবলিনে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সেখানেও বিক্ষোভকারীরা 'বেবি ট্রাম্প' নামের সেই বিখ্যাত বেলুন উড়িয়ে ঘৃণা প্রকাশ করেন। লন্ডনে যে বেলুনটি ওড়ানো হয়েছে তার আদলেই ডাবলিনের বেলুনটি তৈরি করা হয়। ব্রিটেনে ট্রাম্প বিরোধী বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই 'বেবি ট্রাম্প'। ন্যাপি পরা, কমলা গায়ের রং, ট্রাম্পের মতো দেখতে বেলুন-শিশুটির মুখে রাগ ফেটে পড়ছে, হাতে রয়েছে মোবাইল ফোন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ