ইদলিবে সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেবে মস্কো ও দামেস্ক: ল্যাভরভ
(last modified Tue, 11 Jun 2019 09:51:20 GMT )
জুন ১১, ২০১৯ ১৫:৫১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইদলিবে তৎপর উগ্র সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেবে মস্কো ও দামেস্ক। ইদলিবে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি রয়েছে এবং তারা সেখান থেকে মাঝেমধ্যেই রাশিয়া ও সিরিয়ার সেনাদের ওপর হামলা চালাচ্ছে।

গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে উসকানি সৃষ্টি করছে এবং সিরিয়ার সেনাদের ওপর হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা সাধারণ মানুষের ওপর এবং রুশ সামরিক ঘাঁটিগুলোর ওপর রকেট ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। কিন্তু সিরিয়া কিংবা রাশিয়ার সেনারা কঠোর জবাব না দিয়ে যাবে না। রুশ মন্ত্রী সিরিয়ার কথিত বিরোধী গোষ্ঠীকে সন্ত্রাসীদের থেকে আলাদা হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইদলিবে তৎপর আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা (ফাইল ফটো)

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ইদলিবে একটি যুদ্ধমুক্ত এলাকা প্রতিষ্ঠা করা হয় কিন্তু সেখানকার সন্ত্রাসীরা মাঝেমধ্যেই সে চুক্তি লঙ্ঘন করছে। ইদলিব হচ্ছে সিরিয়ার একমাত্র প্রদেশ যেখানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে বিরাট এলাকা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ