ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন: চূড়ান্ত লড়াইয়ে জনসন ও হান্ট
https://parstoday.ir/bn/news/world-i71412
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে বরিস জনসন ও জেরেমি হান্ট প্রতিদ্বন্দ্বিতার মূল পর্বে পৌঁছেছেন। পদত্যাগকারী থেরেসা মে’র স্থলাভিষিক্ত ঠিক করতে টোরি এমপিদের সিরিজ ভোট শেষে বরিস জনসন ও জেরমি হান্টই শীর্ষ দুটি স্থান দখল করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২২, ২০১৯ ১৮:০৭ Asia/Dhaka
  • বরিস জনসন (বামে) ও জেরেমি হান্ট
    বরিস জনসন (বামে) ও জেরেমি হান্ট

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে বরিস জনসন ও জেরেমি হান্ট প্রতিদ্বন্দ্বিতার মূল পর্বে পৌঁছেছেন। পদত্যাগকারী থেরেসা মে’র স্থলাভিষিক্ত ঠিক করতে টোরি এমপিদের সিরিজ ভোট শেষে বরিস জনসন ও জেরমি হান্টই শীর্ষ দুটি স্থান দখল করেছেন।

বরিস জনসন হচ্ছেন ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডরে মেয়র। অন্যদিকে জেরেমি হান্ট হচ্ছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।

গত বৃহস্পতিবার চতুর্থ ও পঞ্চম দফার ভোটে একে একে বাদ পড়েছেন শীর্ষ চারে থাকা সাজিদ জাভিদ ও মাইকেল গোভ। শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর একজনকে বেছে নিতে এখন কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার বা তারও বেশি নিবন্ধিত সদস্য ভোট দেবেন। নির্বাচিত ব্যক্তি কনজারভেটিভ পার্টির শীর্ষ পদে বসার পাশাপাশি থেরেসা মে’র মেয়াদের বাকি অংশ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। কনজারভেটিভ পার্টির ভোটের ফল জুলাইয়ের শেষ দিকে জানা যেতে পারে।

এদিকে, নেতৃত্বের দৌড় থেকে ছিটকে পড়া অনেকেই বরিস জনসনের প্রচারণা দলের বিরুদ্ধে ‘কৌশলগত ভোট বিনিময়ের’ অভিযোগ তুলেছে। তারা বলছেন, বরিস জনসন তুলনামুলক সহজ প্রার্থী বেছে নিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।