ইরানের সঙ্গে আলোচনার জন্য আমেরিকা এখনো অপেক্ষায় আছে: জন বোল্টন
(last modified Tue, 25 Jun 2019 11:36:38 GMT )
জুন ২৫, ২০১৯ ১৭:৩৬ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ওয়াশিংটন এখনো তেহরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আশাবাদী।

গতকাল (সোমবার) হোয়াইট হাউজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে।  

ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে আমেরিকা দু দেশের মধ্যে যেকোনো ধরনের কূটনৈতিক চ্যানেল স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) জেরুজালেম আল কুদস সফরে গিয়ে বোল্টন বলেন, ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে আমেরিকা। তিনি বলেন, ইরানকে যা করতে হবে তা হচ্ছে তাকে আলোচনা পথেই হাটতে হবে। ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প একধিকবার তার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন বলে দাবি করেন বোল্টন। কিন্তু ইরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। আজকের বিবৃতিতে বোল্টন তার ভাষায় বলেন, "ইরানের সঙ্গে প্রকৃত সমঝোতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচনার দরজা খোলা রেখেছেন। কিন্তু ইরানের নিরবতা দেশটিকে বধির করে রেখেছে।"    

বোল্টনের দাবি সত্ত্বে ইরান বারবার বলে আসছে যে ওয়াশিংটন যতদিন পর্যন্ত না তেহরানের বিরুদ্ধে তার বিদ্বেষী নীতি পরিহার না করবে ততদিন পর্যন্ত ইরান কোনো আলোচনায় বসবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ