‘হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা দেবে না আমেরিকা’
-
তেলবাহী ট্যাংকার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও জাপানসহ সবাইকে মধ্যপ্রাচ্যে যার যার দেশের তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার এ বক্তব্যের মধ্যদিয়ে এ ধারণা জোরালা হচ্ছে যে, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মোতায়েন মার্কিন সেনাদেরকে নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হতে পারে।
গতকাল (সোমবার) সিরিজ টুইটার পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন করেন, “কেন আমেরিকা বছরের পর বছর ধরে বিনা পয়সায় এ ধরনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালন করবে?”

ট্রাম্প তার টুইটার পোস্টে আরো বলেন, “চীন তার তেলের শতকরা ৯১ ভাগ হরমুজ প্রণালী দিয়ে নেয়, জাপান নেয় ৬২ ভাগ এবং আরো বহু দেশ এভাবে নিয়ে থাকে। কিন্তু আমরা কেন বহু বছর ধরে পয়সা ছাড়া এসব তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার সেবা দিচ্ছি?”
ট্রাম্প বলেন, “বিপজ্জনক সফরের মুখে এসব দেশকেই তাদের জাহাজের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে যা করা উচিত। এমনকি আমাদের সেখানে থাকারও দরকার নেই কারণ আমরা এখন বিশ্বে সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছি।”#
পার্সটুডে/এসআইবি/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।