ইরানি তেল ট্যাংকার আটক: ব্রিটেনের প্রশংসা করছে আমেরিকা
(last modified Fri, 05 Jul 2019 06:52:22 GMT )
জুলাই ০৫, ২০১৯ ১২:৫২ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

জিব্রাল্টার প্রণালী থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী ট্যাংকারকে অবৈধভাবে আটকের ঘটনায় ব্রিটেনের প্রশংসা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সিরিয়ার ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি গতকাল আরব এ দেশটির দিকে যাওয়ার সময় ব্রিটেনের রাজকীয় মেরিন সেনারা আটক করে।

এ ঘটনার প্রশংসা করে বোল্টন তার টুইটার পেইজে লিখেছেন, “চমৎকার সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়া অভিমুখে ইরানি তেল নিয়ে যাওয়ার সময় সুপার ট্যাংকার গ্রেস-১কে ব্রিটিশ সেনারা আটক করেছে।” তিনি তার ভাষায় আরো বলেন, আমেরিকা ও তার মিত্ররা ইরান এবং সিরিয়াকে এ ধরনের অবৈধ বাণিজ্য থেকে বিরত রাখবে।

ইরানি সুপার ট্যাংকার গ্রেস-১

ইরান এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। বিশেষজ্ঞরা ও মানবতাবাদীরা বলছেন, ইরানি এ তেল সিরিয়ার জনগণের জন্য নেয়া হচ্ছিল যা নিতান্তই মানবিক বিষয়। এ জাহাজ আটক করে ব্রিটিশ সরকার অন্যায় কাজ করেছে যা মানবতা-বিরোধী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।#   

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ