নাইজেরিয়ার নেতা জাকজাকি মৃত্যুর মুখে; মুক্তির দাবিতে ইরান সংসদের বিবৃতি
(last modified Tue, 23 Jul 2019 13:12:07 GMT )
জুলাই ২৩, ২০১৯ ১৯:১২ Asia/Dhaka
  • শেইখ জাকজাকি
    শেইখ জাকজাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির মুক্তি দাবি করেছেন। সংসদের ১৯৮ জন সদস্য এই বিবৃতিতে সই করেছেন। স্পিকার পরিষদের সদস্য মোহাম্মদ আমিরাবাদি ফরাহানি আজকের সংসদ অধিবেশনে ওই বিবৃতি পড়ে শুনিয়েছেন।

সংসদ সদস্যদের বিবৃতিতে বলা হয়েছে, আহলে বাইতের অনুসারী শেখ ইব্রাহিম জাকজাকি শুধু মুসলমান ও খ্রিস্টানদের নয় বরং ধর্মবিরোধীদেরও সচেতন করে তোলার মাধ্যমে দেড় কোটি স্বাধীনচেতা, মুক্তিকামী ও আহলে বাইত প্রেমিক মানুষকে একটি সংগঠনের ছায়াতলে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তার সংগঠনের সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে মানুষের ব্যাপক উপস্থিতিই তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের সংসদের ভেতরের দৃশ্য

সংসদের বিবৃতিতে আরও বলা হয়েছেন, কারাবন্দি এই আলেমের শারীরিক অবস্থা এখন অত্যন্ত নাজুক। ব্যাথার কারণে তিনি গত দুই সপ্তাহ ধরে ঘুমাতে পারছেন না। ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা না হলে তিনি মারা যেতে পারেন বলে মন্তব্য করা হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, আমরা ইরানের সংসদ সদস্যরা শেইখ জাকজাকিকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে বিশ্বের সব মুসলিম দেশ এবং আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে নাইজেরিয়ার সংসদ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নাইজেরিয়ার আলেম শেইখ জাকজাকির সংগঠনের নাম হচ্ছে ইসলামিক মুভমেন্ট বা ইসলামী আন্দোলন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ