পারস্য উপসাগরে মার্কিন জোটে অংশ নেবে না স্পেন
(last modified Fri, 02 Aug 2019 11:37:36 GMT )
আগস্ট ০২, ২০১৯ ১৭:৩৭ Asia/Dhaka
  • হরমুজ প্রণালীতে আটক ব্রিটিশ তেল ট্যাঙ্কার
    হরমুজ প্রণালীতে আটক ব্রিটিশ তেল ট্যাঙ্কার

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা রক্ষার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠন করার পরিকল্পনা নিয়েছে তাতে যোগ দেবে না স্পেন।

আন্তর্জাতিক জাহাজ চলাচল আইন লঙ্ঘন করার দায়ে ইরান ব্রিটেনের একটি তেল ট্যাংকার আটকের পর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন ও লন্ডন।

দেশটি মার্কিন অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক 'এল কনফিডেনশিয়াল'। এর আগে জার্মানি আমেরিকার এ সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

স্পেনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর স্পেন নিজের অবস্থান ঘোষণা করেছে। তারা বলে দিয়েছে, এ ধরণের জোটে অংশ নেয়ার কোনো ইচ্ছাই মাদ্রিদের নেই।

এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বুধবার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান অচলাবস্থার কোনো সামরিক সমাধান নেই এবং উত্তেজনা বেড়ে যায় এমন নীতি অনুসরণ করবে না বার্লিন। তিনি আরও বলেন, “আমেরিকা সমুদ্রে মিশন পরিচালনার জন্য যে পরিকল্পনা পেশ করেছে জার্মানি তাতে অংশ নেবে না।”#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ