শেইখ জাকজাকির চিকিৎসা শুরুর প্রক্রিয়াকে স্বাগত জানাল ইরান
(last modified Tue, 13 Aug 2019 08:32:24 GMT )
আগস্ট ১৩, ২০১৯ ১৪:৩২ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের প্রধান শেইখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, শেইখ জাকজাকি ও তার স্ত্রীকে চিকিৎসার সুযোগ দেওয়ার ঘটনাকে তেহরান স্বাগত জানায়। এ ক্ষেত্রে যেকোনো ধরণের সহযোগিতা করতেও তেহরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান তাদের দ্রুত সুস্থতা কামনা করছে।

শেইখ জাকজাকিকে নাইজেরিয়ার বাইরে পাঠানোর সুযোগ দেওয়ায় দেশটির সরকার ও ইসলামিক মুভমেন্টের মধ্যে গত কয়েক বছরের সমস্যা নিরসনের পাশাপাশি শিয়া মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা এবং কারাবন্দীদের মুক্তির ব্যবস্থা করার ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি চিকিৎসার জন্য আজ ভারত গেছেন। নাইজেরিয়ার কাদুনার সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতে তাকে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।  শেইখ জাকজাকির সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

গত কয়েক বছর ধরে জাকজাকির মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ করে আসছে নাইজেরিযার জনগণ।

২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারান। সেনাবাহিনী আহত জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

এরপর কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এর ফলে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।#

পার্সটুডে/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

 

ট্যাগ