আজই মুক্তি পেতে পারে ইরানের তেল ট্যাংকার: রিপোর্ট
(last modified Thu, 15 Aug 2019 03:35:59 GMT )
আগস্ট ১৫, ২০১৯ ০৯:৩৫ Asia/Dhaka
  • ইরানের তেল ট্যাংকার গ্রেস-১
    ইরানের তেল ট্যাংকার গ্রেস-১

ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক ইরানের তেল ট্যাংকার গ্রেস-১ আজ মুক্তি পেতে পারে। ব্রিটিশ দৈনিক ‘দ্যা সান’ এ খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে, জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো ইরানের তেল ট্যাংকার গ্রেস-১ এর আটকাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আজ আদালতে কোন আবেদন করবেন না।

আজই আদালতে এ সংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে।

জিব্রালটারের পক্ষ থেকে আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করা না হলে ইরানি তেল ট্যাংকারের মুক্তির ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, সে ক্ষেত্রে তেল ট্যাংকারটিকে আজই ছেড়ে দেয়া হতে পারে।

এর আগে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান জলিল ইসলামি জানিয়েছেন, তারা তেল ট্যাংকারটিকে ছাড়িয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। খুব শিগগিরই তা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ লন্ডন কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানে আগ্রহ দেখিয়েছে।

গত চার জুলাই বৃটেনের নৌবাহিনী জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-১ কে অন্যায়ভাবে আটক করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ