কাবুলের হোটেলে আত্মঘাতী বোমা হামলা: অন্তত ৬৩ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i72887-কাবুলের_হোটেলে_আত্মঘাতী_বোমা_হামলা_অন্তত_৬৩_জন_নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত ও অপর ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালায় এবং তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০১৯ ০৬:০২ Asia/Dhaka
  • শনিবার রাতের হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
    শনিবার রাতের হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত ও অপর ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালায় এবং তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু মানুষের হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি। তবে কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৬৩ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে।কোনো কোনো সূত্র এ ঘটনায় ৫০ জনের নিহত হওয়ার খবর দিলেও তা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ার খবর দিচ্ছে কর্তৃপক্ষ। 

পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডের ‘শাহরে দুবাই’ হোটেলে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়। বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল এবং পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

কাবুলের এই হোটেলে শনিবার রাতের ভয়াবহ বোমা হামলা চালানো হয়

এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও দায়েশ (আইএস) আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

শুক্রবার পাকিস্তানের কোয়েটা শহরের কাছে একটি মসজিদে পেতে রাখা বোমা বিস্ফোরণে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা’র একজন ভাই নিহত হন। হামলার সময় হাইবাতুল্লাহর ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল এবং তাকে লক্ষ্য করেই বোমা পেতে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

পাকিস্তানে তালেবান নেতার ভাই নিহত হওয়ার একদিন পর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এ হামলা চালানো হলো।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।